কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত 

 মোঃ জাহাঙ্গীর হোসেন-স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার ( ১৬ ডিসেম্বর২০২৪) ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।

এর পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, মানবাধিকার সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ।


উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) থানা অফিসার ইনচার্জ, এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃবৃন্দদের নিয়ে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে বলেন।


১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের এই দিনে মহান মুক্তিযোদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম এর বিনিময়ে
আমরা পেয়েছি মহান স্বাধীনতা।-সকল শহীদদের প্রতি জানান-গভীর শ্রদ্ধা। এরপর বিজয় দিবস উপলক্ষে-বিকাল ৩ টায়,বিভিন্ন ইউনিয়ন ও,ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এর,বিজয় র‌্যালীটি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করেন।

Leave a Reply