কনসালটেন্ট জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দ

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই

দুবাইয়ে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দ।
বুধবার (১৩ নভেম্বর) দুবাই কনস্যুলেট হলরুমে কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন এর সভাপতি ইমন মোহাম্মদ হাকিম, সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির, উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন সিআইপি, আলতাব হোসেন চৌধুরী সিআইপি, হাজী শওকত আলী, গাজী হারুন, সংগঠনের সেক্রেটারি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ -সভাপতি শামীম আহমেদ, সহ -সভাপতি নাসির উদ্দিন, সুমন আহমেদ, মনির হোসেন, শেখ মাহাদি ও ওমর ফারুক প্রমুখ।


সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশ থেকে গার্মেন্টস আমদানি করার ক্ষেত্রে কাস্টমস হয়রানি, পণ্যের জিএসপি সুবিধা এবং আমদানি খরচ কমানোর দাবি জানান। কনসাল জেনারেল মহোদয় মোঃ রাশেদুজ্জামান বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং প্রবাসীদের সকল আইন কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন। এসময় সভায় কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকারও উপস্থিত ছিলেন।

Leave a Reply