মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঞা উপজেলা ওয়ান ব্যাংকের উদ্যোগে বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বানভাসিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সকাল থেকে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল এন্ড প্রাইমারি স্কুল, কে এম সি হাই স্কুল, তাকিয়া প্রাইমারি স্কুল, ইসহাকিয়া ফোরকানিয়া মাদরাসা, দক্ষিন আলিপুর স্কুল এন্ড কলেজ, উত্তর আলি পুর প্রাইমারি স্কুল, জমিলা খাতুন আলিম মাদরাসা, হোসাইনিয়া দাখিল মাদরাসা, করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল সালাম, আজিজিয়া ফাজিল মাদরাসা, গাউছিয়া মডেল মাদরাসা সহ সেনবাগ থানায় আল জাহিদ ক্যাডেট মাদরাসা, সেনবাগ পাইলট হাই স্কুল, এম এম চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল, সেনবাগ ফাজিল মাদরাসা, উত্তরা আজিমল সরকারি প্রাইমারি স্কুলে প্রায় ৬ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়াও দাগনভূঞায় বিভিন্ন হতদরিদ্রদের মাঝে ও খাবার প্রদান করা হয়েছে।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সাব্বির সাখাওয়াত হায়াত, ভাইস প্রেসিডেন্ট মোবাসসেরুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ ইসিএসডি কাজি মোহাম্মদ ফোরকান, এফএভিপি এন্ড ব্রাঞ্চ ম্যানেজার এ্যাপোলো কুমার বনিক,
প্রিন্সিপাল অফিসার মো. মিনহাজ হাসানসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।