ওসি মোঃ মাইনউদ্দিন নেতৃত্বে এক নতুনত্বের রুপ নিয়েছে পাটকেলঘাটা থানা

আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার রুপ মাত্র এক মাসের ব্যবধানে এক উজ্জীবিত ও প্রানবন্ত হয়েছে। থানাব্যাপি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলাস কর্ম সম্পাদন করে যাচ্ছেন পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাইনউদ্দিন।আমরা সাধারণত জানি থানা মানেই টাকা আর দালাল। টাকা আর দালাল ছাড়া থানায় কোনো কাজ হয় না। সেই ধরাণাকে ভূল প্রমাণ অন্তে পাটকেলঘাটা থানায় এখন সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে বলে ধারনা করছেন সেবা নিতে আসা সাধারণ জনগণ।

এমনকি পাটকেলঘাটা থানার প্রবেশ পথে সাটানো হয়েছে “দালাল মুক্ত পরিবেশ গড়তে সহায়তা করুন,দালালদের তথ্য থাকলে তাহার বর্ণিত মোবাইল নাম্বারে অবহিত করুন” লেখা কয়েকটি পোস্টার। পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনউদ্দিন সাহেবের নেতৃত্বে পাটকেলঘাটা থানার পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলানো সহ ১ মাসে তিনি জনগণের মন জয় করে নিয়েছেন।

শেখ হাসিনা পদত্যাগ করার পরেই পাটকেলঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মাইনুদ্দিন । তিনি ১ মাস আগে পাটকেলঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন করে চমক দেখাতে সক্ষম হয়েছেন বলে প্রমাণিত হয়েছে।
শেখ হাসিনা পদত্যাগ করার পরেই জীবন বাজি রেখে পাটকেলঘাটা এলাকায় চোর ডাকাত প্রতারকসহ দমন করেছেন এই পুলিশ কর্মকর্তা।

থানার এমন চিত্র পরিবর্তনের বিষয়ে পাটকেলঘাটা ভ্যান চাল দিনমজুর সাধারণ জনগণ বলেন, মোঃ মাইনউদ্দিন সাহেব অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে পাটকেলঘাটা থানায় যোগদান করার ১ মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা ও পুলিশ হয়ে উঠেছে এ পাটকেলঘাটা মানুষের আস্থার ঠিকানা।তিনি এ থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে মানবিক ও জনবান্ধব পুলিশ প্রশাসন হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।

পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকা ইউপি মেম্বার ও চেয়ারম্যান সহ অনেকে বলেন, মোঃ মাইনউদ্দিন সাহেব ওসি হিসেবে পাটকেলঘাটা থানায় যোগদানের ১ মাসের মধ্যেই তার সৎ চিন্তা ও আধুনিক রুচিশীলতার কারণে পুলিশের আচরণ যেমন পাল্টেছে তেমনি বদলে গেছে থানার চিত্র। সহজেই মানুষকে সেবা দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে লিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তি হিসেবে ওসি মোঃ মাইনউদ্দিন সাহেব অন্যায়ের সাথে আপোষ না করা সদালাপী, মিষ্টভাষী পরিচিত । তার আচরণ ও কাজকর্মে আধুনিক পুলিশের ছোঁয়ার পরিলক্ষিত আছে।

এবিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দিন সাহেব জানান,সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার) নেতৃত্বে থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ টি ক্যাম্প সহ নিয়ে নিরলাস কাজ করে যাচ্ছি।থানায় প্রায় ৮০ ভাগ মামলা আসছে জমি সংক্রান্ত। ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন প্রায় শতাধিক ফোন আসে। ফোন কল পাওয়া মাত্র ভিকটিমের কাছে পৌছে যাচ্ছে পুলিশ প্রশাসন। থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করবে বলে আশা বাদী।

ওসি আরও বলেন, আমি পাটকেলঘাটা থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং সেবা নিতে আসা সাধারণ জনণন যাহাতে সঠিক সেবা পান তাহার সুব্যবস্থা নিশ্চিত করেছি। এবং থানায় এলাকায় দালাল,মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত থানা গড়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিরলাসভাবে কাজ করে যাচ্ছি।

Leave a Reply