ঈদগাঁওতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

উৎসাহ উদ্দীপনা ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২৪ উদযাপন করা হয়েছে।

গতকাল সকালে ঈদগাঁও উপজেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নবম শ্রেণী মেঘনা শাখার আয়োজনে এই মহতি অনুষ্ঠান সু- সম্পন্ন হয়।

ছাত্রী নাসাইবা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন, সিনিয়র শিক্ষক পারভীন আক্তার, ছালেহা আক্তার,আহমদ কবির,রাজন আচার্য্য, সুপ্রিয়া পাল ও আব্দুস সালাম মৃধা। এই মহতি অনুষ্ঠান শেষে শিক্ষক দিবস উপলক্ষে কেক কেটে শিক্ষকদেরকে খাওয়ালেন ছাত্রীরা।

তাফহিমারের উপস্থানায় অনুষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থী দের বক্তব্যে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনকে সত্যি সাধুবাদ জানান।

Leave a Reply