ঈদগাঁওতে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদগাঁওতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথা যোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সকালে এই উপলক্ষে বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন। এতে জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন ও অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন উপস্থিত ছিলেন। 

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসন ও সরকারি দপ্তরের কর্মকর্তা ডাক্তার তৃণা সাহা, মোহম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ মিয়া। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দের পক্ষে কথা বলেন মাস্টার আমান উল্লাহ, ডাক্তার শামসুল হুদা চৌধুরী ও স্বপন চৌধুরী। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মইনুদ্দিন চৌধুরী, ডাক্তার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ হোছন, আনোয়ারুল আজিম চৌধুরী প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মধ্যে ছিলেন খুরশীদুল জন্নাত। 

এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর তত্ত্বাবধানে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহি উদ্দিন। বিকেলে এ উপলক্ষে স্থানীয় রশিদ আহমদ কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply