ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতার 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।

৮অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ঈদগাঁও উপজেলা প্রশাসনের সামনের সড়ক থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক অভিযানে উপস্থিত ছিলেন এস,আই আরকানুল ইসলামসহ অন্যরা।

ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ মছিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে আটক দেখানো হয়। আটক আব্দুর রাজ্জাক ঈদগাঁও উপজেলার অপসারিত চেয়ারম্যান মো: আবু তালেবের ঘনিষ্ঠজন ছিলেন।

উল্লেখ্য,চেয়ারম্যান আবদু রাজ্জাক কে গ্রেফতারের পরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির দাবীতে সোচ্চার হয়ে উঠেন তার ভক্তরা।

Leave a Reply