মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাত গাউসিয়া কমিটির বাংলাদেশ শারজাহ্ প্রাদেশিক শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গত (৪ঠা অক্টোবর)’২৪ইং পবিত্র জুম্মাবার শারজাহ্ আল হুদায়বিয়া রেষ্টুরেন্ট হল রুমে আজিমুসশান মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মুহাম্মদ আব্দুল হক এর পরিচালনার মধ্য দিয়ে, হাফেজ মুহাম্মদ এনামুল হক কোর’আল তেলাওয়াত, শায়ের মুহাম্মদ নুর হোসেন পাবেল নাতে রাসুল (সাঃ) পরিবেশন এর মাধ্যমে মাহফিল আরম্ভ হয়, এতে সভাপতিত্ব করেন সৈয়্যদ মুহাম্মদ মুছা,সভাপতি শারজাহ্ শাখা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ আইয়ুব সাহবে।
ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি- জনাব আলহাজ্ব মুহাম্মদ আজম খান সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আব্দুল কাদের সাহেব,মাওলানা জামাল উদ্দীন কাদেরী সাহেব ,মাওলানা আব্দুল করিম সাহেব,মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী সাহেব, জানাব মুহাম্মদ আইয়ুব আলী বাবুল সাহেব,মুহাম্মদ আলী,মুহাম্মদ কাসেম,মুহাম্মদ পারভেজ,মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মুহাম্মদ জসিম উদ্দীন, শাহাজাদা ফজল করিম,এবং এতে গাউছিয়া কমিটির আবুধাবি,দুবাই,আজমান,রাস আল খাইমা,শারজাহ,আল আইন সহ বিভিন্ন শাখার থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ,কর্মকর্তাগন উপস্থিত ছিলেন,এতে বক্তারা বলেন মানব কল্যাণে নিজেকে পরিপুর্ন ভাবে সাজাতে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়নই ঈমানের মুল ভিত্তি নিহিত রয়েছে, এতে বক্তারা দেশে ও প্রবাসে গাউসিয়া কমিটির বিভিন্ন কর্মসুচির বাস্তবায়ন রুপ শ্রোতাদের মাঝে তুলে ধরেন,তার সাথে প্রত্যেক্ষে গাউসিয়া কমিটির পতাকাতলে এসে দ্বীন ও মাজহাব মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে খেদমত এর মাধ্যেম নিজেকে পরিশুদ্ধ করার আহবান জানান,সর্বশেষ মিলাদ কিয়াম, দোয়া মুনাজাত এর মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।