নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার আটাপাড়া উপজেলায় বাজারে
এক ওএমএস চাল ব্যবসায়ী কে ০৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে ।
এলাকা সূত্রে জানা যায় , গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটে আটাপাড়া ব্রুজের বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পূর্বপরিকল্পিতভাবে ১০/১২ জন দুর্বৃত্তকারী
বাড়িতে যাওয়ার পথে মোবারকপুর গ্রামের মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ওএমএস চাল ব্যবসায়ী মো, খোকন কবীর কে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ।
- ভূক্তভোগী খোকন কবীর কে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । বর্তমানে আহত জখমি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে
সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।
সরেজমিনে দেখা গেছে , খোকন কবীর বাম
চোখ তাকাতে পাড়ে না , কথা বলতেও
পাড়ে না। জখমির ভাই আরমান বলেন , অভিযুক্তরা সন্ত্রাসী চাঁদাবাজ মাদকাসক্ত ও
দুর্বৃত্তপরায়ন লোক । কপাল ,বাম চোখ , মাথার উপর , মাথার হাত পা ঘাড়ে মারাত্মক আহত করে । সে তাকাতে পারে না কথা বলতে পারে না। হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে ।
মাথায় সেলাই লেগেছে। জখমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রোগী একটু সুস্থ হলে আদালতে আইনের আশ্রয়ে যাব । তিনি আরো বলেন, বানিয়াজান ইউনিয়নের গাভুরকাছ গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সুমন ,
ইদ্রিস চেয়ারম্যানের ছেলে রোপন , দুলালের ছেলে হিরণ , মিল্টন , ইটাখলার গ্রামের
বাবু , কাউসার, ইমরান,রিয়াদ গংরা আমার ভাইকে প্রাণনাশের উদ্দেশ্যে মারধর করে।
দেশের এই পটপরিবর্তনের মুহূর্তে নাম প্রকাশ করার শর্তে জানান , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার জন্য দুর্বৃত্তদের বিরুদ্ধে জখমির ন্যায় বিচার ও দুর্বৃত্তদের দ্রুত বিচার করে শাস্তি দাবি করছি ।