আটপাড়া’য় মোবারকপুর পূর্বপাড়া জামে মসজিদ ও গোরস্থানের সংস্কার নির্মাণ উন্নয়নে জন্য অর্থ বরাদ্দের জোর দাবি এলাকাবাসীর

সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোনা’র আটাপাড়া উপজেলায় মোবারকপুর একটি বড় ও জনবহুল গ্রাম ।
সদর ইউনিয়নে অবস্থিত আটপাড়া ব্রুজের বাজারসহ আশেপাশে এলাকা মোবারকপুর
মৌজায় অবস্থিত। ব্রুজের বাজার থেকে তেলিগাতী বাজার যাওয়ার পথে আটাপাড়া সংলগ্ন মেইন রোডে মোবারকপুর গ্রামটির
দেখা মিলে । এই গ্রামের রাস্তা টি অভয়পাশা চৌরাস্তা থেকে মোবারকপুর হয়ে নাজিরগঞ্জ বাজারের সংযোগ পথ । গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এই গ্রামে জন্মগ্রহণ করেছেন বহু গুণীজন ।
আপদকালীন সময়ে তাদের একতা ও অন্যায়ের প্রতিবাদী হিসেবে নেত্রকোনা জেলা ব্যাপী মোবারকপুর গ্রামের সুনাম অর্জন করছে ।

স্থান সংকুলান না হওয়ায় মুসুল্লিদের সালাম আদায়ে চাপে পড়তে হচ্ছে।
এলাকার মুসুল্লিদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে মোবারকপুর পূর্বপাড়া জামে মসজিদ টি। মসজিদ টি পুরাতন বিধায় তা ভেঙে নতুনভাবে ফাউন্ডেশন করে দ্বি-তল বিল্ডিং
নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ ব্যয়বহুল হওয়ায় কমিটিতে যথাসাধ্য অর্থ না থাকায় ২০২৪-২৫ অর্থ বছরে জেলা পরিষদ হতে অর্থ বরাদ্দের জন্য
আবেদন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো,গিয়াস উদ্দিন আহমেদ ।

এলাকার পরিচিত মুখ ,সমাজ সেবক মোস্তফা মাসুদ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন আহমেদ আমাদের এই প্রতিবেদক কে বলেন ,
পুরাতন মসজিদ ও সালাত আদায়ে সংকুলান না হওয়ায় ফাউন্ডেশন দিয়ে দ্বি-তল মোবারকপুর পূর্বপাড়া জামে মসজিদ নির্মাণ ও গোরস্থানে মাটি ভরাট ,গেইটসহ সীমানাপ্রাচীর নির্মাণের জন্য একত্রে অর্থ বরাদ্দের ব্যবস্থা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষে জোর দাবি জানান ।

Leave a Reply