আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ভালুকায় মশাল মিছিল

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- 

ভারতের আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবুল বাশার এবং সাধারণ সম্পাদক এনামুল হক প্রধানের নেতৃত্বে একটি মশাল মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।  আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আকরাম হোসেন, সাবেক সহ-সভাপতি মো. নুরুজ্জামান কবির, দপ্তর সম্পাদক হিমেল জাকারিয়া,  ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত,

সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন,  উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকরামুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আশরাফুল হাসান মেহেদী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানবির হাসান রাহাত সহ আরও অনেকে।

Leave a Reply