অভয়নগরে সরকারি সার লোপাট করার সময় ৪ গাড়ি আটক, থানায় মামলা

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে ২ হাজার ৪২০ বস্তা ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সারসহ ৪টি ট্রাক জব্দ করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার রাজঘাট এলাকায় নাহার ঘাটে অভিযান চালিয়ে সার ও ট্রাক জব্দ করা হয়।

প্রতারণামূলক সরকারি বরাদ্দকৃত ডিএপি সার আত্মসাৎ করার অপরাধে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মন্ডল বাদি হয়ে বিসিআইসির ৩ সার ডিলারের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ৩ বিসিআইসি সার ডিলার হলেন, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি বাজারের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ, একই জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজারের সপ্তবর্ণা ট্রেডার্স ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হাকিমপুর বাজারের ইউনিভার্সেল ট্রেড।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, প্রতারণামূলক সরকারি বরাদ্দকৃত ডিএপি সার ট্রাকে লোড করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টার দিকে উপজেলার রাজঘাট এলাকায় নাহার ঘাটে অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি ওজনের ২ হাজার ৪২০ বস্তা ডিএপি সারসহ ৪টি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৯৭, যশোর ট-১১-৪৫৬৪, যশোর ট-১১-২৮৬৯, ঢাকা মোট্রো ট-১৬-৫৪২২) আটক করা হয়। যার মধ্যে সরকারি বরাদ্দকৃত ডিএপি সার এক হাজার ৬২০ বস্তা ও বহির্ভূত একই সার ৮০০ বস্তা ছিল। অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, সাইফুল্লাহ তাকওয়া নামে আমদানিকারক প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত ডিলাররা প্রতারণার আশ্রয় নিয়ে ডিএপি সার আত্মসাতের চেষ্টা করছিল।

সারসহ ট্রাক ৪টি অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে। পূর্ণ তদন্তের পর সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মন্ডল বাদি হয়ে ৩ বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. এমাদুল করিম বলেন, সার আত্মসাতের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

জব্দকৃত ২ হাজার ৪২০ বস্তা ডিএপি সারসহ ৪টি ট্রাক বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply