ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরনের এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রোগীদের অধিকার নিয়ে সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী সদরস্থ লালপোল জামালুল কোরআন মাদ্রাসা হল রুমে মঙ্গলবার ১২ ডিসেম্বর বিকালে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালন করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক স্বদেশ পএ সম্পাদক ও প্রকাশক এন এন জীবন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা.মুহাম্মাদ জামাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য এম মোকসুদুর রহমান মিয়াজী, জামালুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা ইসরাফিল , কারী শাখাওয়াত হোসাইন ,জামালুল কোরআন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আবদুল করিম, মাওলানা সানাউল্লাহ,মাষ্টার সাকিব মাহমুদ।জাতীয় রোগীন কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার সদস্য ডা.মোয়াজ্জেম হোসাইন, সহকারী রফিকুল ইসলাম ভূঞা প্রমুখ। আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সামাজিক অংশগ্রহন ছাড়া সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নের পথে সফল যাত্রা সম্ভব নয়। সেই প্রেক্ষাপটে আজ জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা দিবসের কার্যক্রমের পাশাপাশি এই ধরনের কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বা আমাদের কোন প্রিয়জন অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাই। ফলশ্রুতিতে আমরা অনেক সময়ই গুনগত স্বাস্থ্য সেবা পাই না বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হই। কিন্তু যদি আমরা সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে চাই, যেখানে সঠিক সময়ে গুনগুত চিকিৎসা সেবা নিশ্চিত হবে, তাহলে আমাদেরকে সুস্থ অবস্থা থেকেই স্বাস্থ্য সুরক্ষার কৌশলগুলি সম্পর্কে সচেতন হতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে যাত্রায় যুব সমাজের ব্যাপক সম্পৃক্ততা প্রয়োজন। তবেই সবার সমন্বিত প্রচেষ্টায় একদিন জাতি, বর্ণ, নির্বিশেষে আমরা সবাই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বলয় দ্বারা বেষ্টিত থাকতে পারবো বলে যে স্বপ্ন আমরা দেখছি তা আমাদের হাতে পরম মমতায় ধরা দিবে বলে বিশ্বাস করি আমরা এই কার্যক্রমে এগিয়ে আসবো।

Leave a Reply