কলমাকান্দায় শ্যামল হাজং হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সৈয়দ সময় ,নেত্রকোনা :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের শ্যামল হাজং (৪৮) হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা মোড় এলাকায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির আয়োজেনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন হয়। এতে বিভিন্নশ্রেণি-পেশার শতাধিক লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, নিহতের মেয়ে মীম হাজং, ভাই বাবুল হাজং, চন্দ্রডিঙা গ্রামের জিতেন হাজং, সুজিত হাজং, লবিংস্টল দাজেল, সবিতা হাজং, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কলমাকান্দা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, উপজেলা যুব উন্নয়নের সভাপতি শরীয়ত উল্লাহ প্রমুখ। তারা দ্রুত সময়ের মধ্যে শ্যামল হত্যার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে শ্যামল তার বাড়ি থেকে চন্দ্রডিঙা ট্রাভেল পরিবহণে করে তার কর্মস্থল শ্রীপুর উপজেলার নয়নপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পরদিন শ্যামল হাজং এর অপহারণকারী পরিচয়ে তার পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ১৮ ডিসেম্বর শ্যামলের স্ত্রী রাধিকা হাজং এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ২০ ডিসেম্বর ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস মোড় সংলগ্ন দিঘারকান্দা এলাকা থেকে শ্যামলের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পুলিশ। ২২ ডিসেম্বর নিহতের ভাই বাবুল হাজং বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেলথানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ওসি সফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply