অভয়নগরে মোড়ে মোড়ে প্রকাশ্য মাদক ব্যবসার ছড়াছড়ি, নেই প্রশাসনের কোন অভিযান

 

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে প্রকাশ্য মাদক ব্যবসার ছড়াছড়ি, নেই প্রশাসনের কোন অভিযান। ফলে ব্যাপক ভাবে মাদকে আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। সরেজমিনে ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশে আইনশৃঙ্খলা চরমভাবে অবনতি হয়ে পড়ে। সেই ক্ষেত্রে অভয়নগর উপজেলাও বাদ পড়েনি, ব্যাপক ভাবে আইনশৃঙ্খলা অবনতি হয়ে পড়ে। যে কারনে সুযোগে অভয়নগর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ব্যাপক ভাবে মাদক বিক্রি সেবনসহ নানামুখী অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় সাধারণ মানুষ যেমন রয়েছে চরম আতংকে ঠিক তেমন উঠতি বয়সী সন্তানদের নিয়ে অভিভাবক মহল রয়েছে চরম আতংকে। কথা হয় নওয়াপাড়া বুইকরা গ্রামের ৫৫ বছর বয়সী  মিন্টু মোল্লার সাথে। তিনি জানান, আমার ছেলে একজন মাদকসেবী, সে প্রতিদিন মাদক সেবন করে বাড়ি এসে ভাংচুরসহ বিভিন্ন অপরাধ করতে থাকে, পরিবারের কেউ কিছু বলতে গেলে তাকে তেড়ে আসে মারপিট করতে, বাড়ির সকল জিনিসপত্র মাদকের টাকার জন্য বিক্রি করে দেয়।

তথ্য সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলায় মাদকসেবি যুবকদের অত্যাচার জুলুমে হাজারো পরিবার রয়েছে চরম বিপাকে। পুলিশের সক্রিয় ভূমিকা না থাকার সুযোগে মাদক ব্যবসায়ীরা মাথা চড়া দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা, সেবন এখন অভয়নগরে ওপেন সিক্রেট হয়ে দাড়িয়েছে। ফলে মাদক ব্যবসার ছড়াছড়িতে সচেতন নাগরিক সমাজ রয়েছে চরম বিপাকে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস সমাজের বিবেকবান মানুষেরা দিন দিন হারিয়ে ফেলছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, অভয়নগর উপজেলায় মাদক ব্যবসায়ীদের তালিকায় মহিলারাও রয়েছে ভয়ংকর ভূমিকায়। যারা বোরকা পরে বিভিন্ন স্থানে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মাদকসেবিদের কাছে মাদক পৌছে দিয়ে আসে।

ফলে ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। জানা গেছে, উপজেলার চলশিয়া, পায়রা, কৌটা, তালতলা, সিরাজকাটি, সিদ্দিপাশা, সুন্দলী, নাউলি, রানাগাতী, শুভরাড়া, শংকরপাশা, শ্রীধরপুর,চেংগুটিয়া, আলীপুর, ভাংগাগেট, লক্ষিপুর, মশরহাটি, বেঙ্গল, নওয়াপাড়া ড্রিরাইভারপাড়া, প্রফেসরপাড়া, রাজঘাট, ধোপাদীসহ উপজেলার এমন কোন মোড় বা এলাকা নেই, যেখানে মাদক ব্যবসার রমরমা কারবার হয়না। তাই জরুরি মাদক ব্যবসা বন্ধ করতে দরকার কঠোর আইনগত পদক্ষেপ। সূত্রে  মাদক ব্যবসার হটস্পট নামে পরিচিত নওয়াপাড়া ড্রাইভারপাড়ার মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কারণে  সাধারণ মানুষের চলাচলের কোন উপায় নেই। অন্যদিকে গরুহাট এলাকায় দেখা যায় প্রকাশ্য চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি, সেবন করছে।

ওইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি। জানা যায় জরুরি কাজে তিনি বাহিরে আছেন।

Leave a Reply