নেত্রকোণায় অগ্রণী ব্যাংক’কে সামনে এগিয়ে নেয়াও খেলাপ আদায়ের লক্ষ্যে ব্যবসায়িক পর্যালোচনা সভা

সৈয়দ সময় , নেত্রকোনা :

“উদ্দীপ্ত যাত্রা ২০২৪” ও খেলাপী ঋণ আদায় কর্মসূচি উপলক্ষে নেত্রকোনা অঞ্চলাধীন শাখা ব্যবস্থাপকদের সাথে সার্কেল মহাব্যবস্থাপকদের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল (বাদ আসর) নেত্রকোণা জেলা শহরের মালনী রোডের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় আয়োজিত জেলার ১০ উপজেলার ১২ টি শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাঠ পর্যায়ে ব্যাংকের খেলাপী ঋণ আদায়ের লক্ষ্যে প্রতিবন্ধকতাসহ প্রক্রিয়াগুলো নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ময়মনসিংহ অগ্রণী ব্যাংক সার্কেলের মহাব্যবস্থাপক মো. শামছুল আলম বক্তব্যে দিক নির্দেশনা দেন।

নেত্রকোণা অঞ্চলের উপ—মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. হায়দারুজ্জামানের সভাপতিত্বে মাঠ পর্যায়ে আটকে থাকা ঋণ ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সার্কেলের উপ—মহাব্যবস্থাপক মো. লুৎফর রহমান। এর আগে বিভিন্ন শাখার মাঠ পর্যায়ের বিভিন্ন পদের কর্মকর্তাদের বক্তব্য শুনে উত্তোরণের লক্ষ্যে গ্রাহকদের সাথে আরও যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন। ব্যাংক সূত্রে জানা গেছে, জেলার ১২ টি শাখায় গ্রাহক রয়েছেন ২ লাখ ৮৫ হাজার ১১ জন। তারমধ্যে ঋণ গ্রহীতা ২৯ হাজার ৮০৬ জন। চলতি বছরের গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ঋণ খেলাপী ছিলো ১৮ কোটি ৬৫ লাখ টাকা। এর থেকে কমিয়ে গতকাল নভেম্বর ২৮ তারিখ পর্যন্ত আদায় করার পর বাকী খেলাপী রয়েছে ১৭ কোটি ৭৯ লক্ষ টাকা। আগামী মাস ডিসেম্বরে এই ঋণ খেলাপী কমিয়ে ১১ কোটি টাকায় আনার টার্গেট দেয়া হয়েছে। সভায় দুর্গাপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. কাজলের উপস্থাপনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিপ্লব চন্দ্র ভৌমিক, নেত্রকোনা প্রধান শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন খানসহ অন্যরা।

Leave a Reply