মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার রামডুবি বাজার, দিনাজপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্দোগে একটি বিহ্মোভ মিছিল রামডুবি বাজার থেকে শুরু করে রামডুবি মোড়ে এসে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মো: তারেক। সঞ্চালক হিসেবে বিহ্মোভ সমাবেশটি পরিচালনা করেন রাকিব রানা।
রাকিব রানা বলেন রামডুবি ইউনিয়নকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করব। আপনারা আমাদের প্বার্শে থাকেন আমরা বেকারদের কর্মসংস্থান করব। আমরা জানি কারা অত্র ইউনিয়নে অপকর্মে লিপ্ত আছেন। আপনাদেরকে সাবধান করছি ভাল হয়ে যান, শেষবারের মতো বলছি।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২ নং সুন্দরবন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মিলন, মাহিন সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক সদস্য সচিব, রাজু জুলাই ওয়ারিয়র্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও আরও অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.