নিজস্ব প্রতিবেদক :
নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত দুইটি মোবাইল কোর্টে এক ফিড মিল ও এক বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রথম মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান।
অভিযানে ‘ইউনিটি এগ্রো ফিড ইন্ড্রা’ (ঠিকানা: কাদিম সাতুরিয়া, সদর, নাটোর)-কে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে এবং অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানের মোড়কে ফিস ফিড উৎপাদন ও বাজারজাত করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে দ্বিতীয় মোবাইল কোর্টে পারখোলাবাড়িয়া, হয়বতপুর এলাকায় অবস্থিত ‘পাবনা বেকারি’-কে ব্রেড ও বিস্কুটের জন্য প্রয়োজনীয় সিএম লাইসেন্স না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোহাগ বাবু।প্রতিষ্ঠানটিকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
দুইটি মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।
বিএসটিআই রাজশাহী বিভাগের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.