মোঃ আনজার শাহ:-
বাংলাদেশের সংবাদপেশার বিকাশ ও সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনে নতুন এক সূর্যোদয় ঘটেছে। জাতীয় সাংবাদিক সংস্থা ২০২৫-২০২৮ মেয়াদের জন্য গঠন করেছে নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, যার শীর্ষে রয়েছেন মোঃ মমিনুর রশীদ শাইন (সভাপতি) এবং মুহাম্মদ কামরুল ইসলাম (মহাসচিব)। অভিজ্ঞতা, যোগ্যতা ও সততার মেলবন্ধনে এই জুটি নিয়ে সাংবাদিক সমাজে বিরাজ করছে প্রবল আশাবাদ।
এই কমিটিতে আস্থার জায়গায় রয়েছেন আরও বহু পরিচিত ও অভিজ্ঞ মুখ—
নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ ও মোঃ হাসান সরদার জুয়েল।
সংগঠনের প্রাণভোমরা হিসেবে দায়িত্ব পেয়েছেন যুগ্ম মহাসচিব এড. চমন ই এলাহী, কাজী মাহমুদুল হাসান ও কেফায়েত উল্লাহ কায়ছার। সাংগঠনিক দায়িত্বে রয়েছেন মোঃ তৌহিদ রিপন ও মোঃ ইসমাইল হোসেন এলিন, আর প্রচার ও প্রশিক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ বিভাগে আছেন তরুণ ও অভিজ্ঞ নেতৃত্ব।
কমিটির আইন সচিব হয়েছেন এড. ওয়াহিদুন্নবী বিপ্লব, আর পরিকল্পনা ও গবেষণায় থাকছেন মোঃ সাইফুল ইসলাম। নারী সাংবাদিকদের প্রতিনিধিত্বে দায়িত্ব পেয়েছেন মোছাঃ আমেনা বেগম।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন — মোঃ আতিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ গোলাম সারওয়ার, মোঃ নজরুল হক অনু, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুর রশিদ মোল্লা, ড. শাহজাহান কবির ও মোঃ মাহমুদ মোস্তফা।
নবনির্বাচিত নেতারা জানান, সংস্থাকে পেশাগত মানোন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর কর্মসূচি বাস্তবায়নই তাঁদের অগ্রাধিকার।
সংগঠন, সততা ও দক্ষতার মিলনমেলায় এই কমিটি হয়ে উঠবে সময়ের দাবিতে সাংবাদিকদের সবচেয়ে বড় আশ্রয়—এমনটাই মনে করছেন দেশের সিনিয়র গণমাধ্যমকর্মীরা।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.