মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি:-
বিরলে ট্রাক্টর দিয়ে হালচাষ করা লোহার ফাল চুরির মিথ্যা অপবাদে এতিম কিশোরকে বাজারের মধ্যে প্রকাশ্যে রশি দিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। কয়েক দফায় অমানবিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১১ জুলাই) রসুল শাহাপুর এলাকার গোরস্তান মোড় নামক স্থানে সড়কের পাশে আম গাছে বেঁধে নির্যাতনের শিকার কিশোর উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুল শাহাপুর এলাকার মোঃ রায়হান এর ছেলে মাহিম হোসেন।
অমানবিক নির্যাতন ও গাছে বেঁধে হেনস্তার সময় হাতে-পায়ে ধরেও রক্ষা পায়নি কিশোর। সড়কের মোড়ে নির্যাতনের সময় যানবাহন থামিয়ে চালক, যাত্রী, পথচারি ও স্থানীয়রা ভিড় করেন এবং দাঁড়িয়ে থেকে দর্শকের মতো নির্যাতন দেখেন। কিশোরকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। তবে কয়েকজন ব্যক্তি মারধর না করার অনুরোধ করলেও অপরাধীরা ছিল বেপরোয়া।
স্থানীয়রা জানায়, মাহিম এ ধরনের কাজ কখনও করেনি এবং করতে পারে না। অপরাধীরা মিথ্যা চুরির অপবাদ দিয়ে যেভাবে হাত-পা দড়ি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে এটা জঘন্যতম অপরাধ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নির্যাতনের শিকার মাহিম জানায়, ট্রাকের ফাল কে বা কাহারা চুরি করছে আমি কিছুই জানিনা। আমাকে জোরপূর্বক আটক করে মিথ্যা চুরির অপবাদ দেয়। আমি চুরি করিনি বলার পরও তারা আম গাছে আমার হাত-পা দড়ি দিয়ে বেঁধে অমানবিক চালায়।
এ ব্যাপারে মাহিম এর পিতা রায়হান বাদী হয়ে একই গ্রামের মৃত. আব্দুল করিম এর ছেলে মোঃ হেলাল (৩০), মোঃ এজামউদ্দীন এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫), মৃত. সৈয়দ আলী’র ছেলে মোঃ মুকুল (২৭), মোঃ সোবহান আলী’র ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ আফছার এর ছেলে মোঃ মাহাবুর রহমান (২০) এর বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৯/১৯১।
বিরল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, চুরির অপবাদে গাছে বেঁধে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ভিডিওসহ তথ্য পেয়েই অভিযানে নেমেছে পুলিশ। আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.