মোঃ আকাশ আহমেদ, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড খারুয়ালি এলাকায় একই পরিবারের তিনজনকে জবাই করে খুন করা হয়েছে। নিহতারা হলেন ময়না বেগম (২৫), মেয়ে রাইসা বেগম(৭) ও ছেলে নিরব(২)।ঘটনার পর থেকেই নিহতের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছেন।ঘটনাটি ঘটেছে রোববার রাতে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় -গত দেড় মাস পূর্বে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার হাইয়ুম মিয়ার দুই রুম বিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। রফিকুল ইসলাম ভাড়া থেকে কাঠালি এলাকার রাসেল মিলে চাকরি করতেন। আর নজরুল ইসলাম অটোরিক্সা চালাত। রোববার রাত আটটার সময় রফিকুল ইসলাম কর্মস্থলে চলে যান।সকালে ডিউটি শেষে বাসায় এসে দেখেন তার বাসার বারান্দার গেটে তালা লাগানো।
অনেকক্ষণ ডাকাডাকির পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার মালিক এবং তার স্ত্রীকে ডেকে আনেন। পরে বারান্দার দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রী ময়না(২৫),মেয়ের রাইসা (৭),ও ছেলে নিরবকে (২) জবাই করে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ গুলো খাটের উপর পড়ে রয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা একটি বিছানার চাদর জব্দ করেছে।
কী কারনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না। রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.