মাসুদুর রহমান , দিনাজপুর জেলা প্রতিনিধি
রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়
ওয়ালি উল্ল্যা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মোস্তফা হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী ও ব্যাংকের গ্রাহক
সদর উপজেলা শহীদ জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর হামিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কলেজের সহকারি অধ্যাপক আহসান হাবিব,
ব্যাংকের গ্রাহক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ব্যাংকের গ্রাহক বনায়ন নার্সারির স্বত্বাধিকারি সূর্য কুমার মল্লিক প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি দিনাজপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী শাখার ম্যানেজার গৌতম চন্দ্র রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে নতুন আঙ্গিকে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.