এস এইচ রতন , বাগেরহাট:-
সুন্দরবনের আহরণ নিষিদ্ধ সময়ে চাঁদপাই রেঞ্জের বড় ডাবুর খাল এলাকায় অভিযান চালিয়ে চোরা জেলেদের ১৮টি বস্তা শুটকি মাছ উদ্ধার করেছে বনরক্ষীরা। শনিবার বিকালে সুন্দরবন সুরক্ষায় স্মার্ট প্রেট্রোলিং টিম ও হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীদের অভিযান কালে দুইটি নৌকা থেকে এসব শুটকি মাছ উদ্ধার করে। এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা অবৈধ অনুপ্রবেশকারি জেলেরা বনের গহিনে পালিয়ে যায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবন সুরক্ষায় স্মার্ট প্রেট্রোলিং টিম ও হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা শনিবার বিকালে টহল দেয়ার সময় য় চাঁদপাই রেঞ্জের বড় ডাবুর খাল এলাকায় দুইটি নৌকা দেখতে পায়। এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা অবৈধ অনুপ্রবেশকারি জেলেরা বনের গহিনে পালিয়ে যায়। পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১৮টি বস্তা ভর্তি শুটকি মাছ উদ্ধার করে।
আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধার করা এসব বস্তা ভর্তি শুটকি মাছ হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের অফিসে রাখা হয়েছে। গত ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত তিন মাস নুন্দরবনের পর্যটকসহ সব ধরনের বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ অনুপ্রবেশকারি জেলেরা বনের গহিনে পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে বন বিভাগের অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.