নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ভাদীতলা ক্রীড়া সংস্থাকে ফুটবল বিতরন করলো সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম যুব ঐক্য পরিবার।
ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বিকেলেই ঐতিহ্যবাহী ভাদীতলা খেলার মাঠে প্র্যাকটিসরত খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরন করে যুব ঐক্য পরিবারের ক্রীড়া সম্পাদকের নেতৃত্ব দুই দায়িত্বশীল। এরই পূর্বেই ভাদীতলা ক্যারাম টূনামেন্টে যুব ঐক্য পরিবার পক্ষ থেকে পোষ্টার দিয়ে চমক সৃষ্টি করেছিলেন।
এতে মাঠ উপস্থিত ছিলেন ইউসুফ মুন্না,রাশেল, তৌহিদুর রহমান, ইউনুস,মিজানুর রহমান মিলন, সালমানও তামজিতসহ আরো অনেকে। তাদের হাতে ফুটবল তুলে দেন দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইদ্রিস।
এসময় তারা বলেন,গ্রামাঞ্চলে দক্ষ ও যোগ্যতম খেলোয়াড় তৈরী হয়ে জেলা-উপজেলা পর্যায়ে সৌভাগ্য অর্জনসহ সুনাম কুড়িয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.