মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন পৃথক দুই স্থান হতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় মধুমিতা এলাকা হতে ফ্যানের সাথে ঝুলন্ত এক ব্যক্তির লাশ ও টঙ্গী সরকারি হাসপাতাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গলায় ফাঁস নিয়ে মৃত ব্যক্তির নাম কিবরিয়া মুন্সী (২২) কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার সাইটশালা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি পরিবারের সাথে স্থানীয় মধুমিতা এলাকায় জনৈকা রুমা আক্তারের বাড়ির ভাড়া বাসায় বাস করতেন। অপরজন অজ্ঞাতনামা পুরুষ (৫০) ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, কিবরিয়া মুন্সী ছিলেন বেকারির শ্রমিক। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি তার রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যান। শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঘুম থেকে না উঠলে তার মা ডাকাডাকি করতে থাকেন। কোন সারা শব্দ না পেয়ে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে কিবরিয়া মুন্সীকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
এদিকে, একই দিন ভোর রাতে মিলগেট এলাকার শাখা সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তিকেে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরে তিনি মারা যান। অজ্ঞাতনামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমদ জানান, দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।