মাহবুব হোসেন মেজর, হাকিমপুর,দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলমের দিকনির্দেশনায় বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ ও প্রধান শিক্ষক মিসেস শাহনাজ বেগম, সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হক,মোঃ খাইরুল ইসলাম,মিসেস মনীষা সরকার,মিসেস উম্মে বেগম,দপ্তরী কাম নৈশ্য প্রহরী মোঃ ইব্রাহিম হোসেনসহ সকলের অক্লান্তিক প্রচেষ্টা আর সঠিক সময়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করায় বিদ্যালয়ের লেখাপড়ার মান দিন দিন উন্নতির পথে ধাবিত হচ্ছে।
সকল শিক্ষক বিদ্যালয়ে যথা সময়ে উপস্থিত নিয়মিতভাবে শ্রেণিকক্ষে পাঠদান,খেলাধুলা ও সাংস্কৃতিক পরিচর্যার ও সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের ফলে হাকিমপুরে ৪৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়ন, শারীরিক পরিচর্যা, খেলাধুলা সহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে পরিচালনার ফলে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি সহ লেখাপড়ার মানোন্নয়নসহ শিক্ষার মান দিন দিন বেড়েই চলেছে ।
বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের খেলাধুলার করার জন্য বিশাল মাঠের প্রয়োজন থাকলেও মাঠের অবস্থা অত্যন্ত সংকীর্ণ। বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের সরকারি খাসপুকুর রয়েছে ওই খাসপুকুরটি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য ভরাট করে বিদ্যালয়ের নামে দিলে সু বিশাল প্রশস্ত মাঠে উন্মুক্ত খেলাধুলার সুযোগ পেতো ছাত্রছাত্রীরা।এমনটাই দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।