হিলি উদ্যোক্তা পরিষদের অফিস উদ্বোধন, কর্মসংস্থানের নতুন দিগন্ত

দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

সততার সাথে আত্মবিশ্বাসের পথে” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেকার শিক্ষিত নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “হিলি উদ্যোক্তা” পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ ভবনের মেইন গেটের সামনে মাজেদুল ইসলাম এর দুতলায় এক উৎসবমুখর পরিবেশে অফিসটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, এরপর অতিথিরা ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা কমিটির নাম ঘোষণা করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, হিলি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা মোছাঃ মেরিন মোস্তফা, বগুড়া মরিয়ম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ রাকিব হাসান, হিলি উদ্যোক্তার নবনির্বাচিত সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন এবং উদ্যোক্তা পরিষদের অন্যান্য সদস্যগণ।

এ সময় সফল উদ্যোক্তা ট্রেইনার মোছাঃ আমেনা আক্তার শাহাজাদী নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। হিলি উদ্যোক্তা পরিষদের নতুন কমিটিতে ১৫ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকিয়া ডলি এবং সাধারণ সম্পাদক হিসেবে শিরিন আক্তার শিফা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার পারভীন লিপি। আলোচনা সভা শেষে নতুন কমিটির সদস্যরা তাদের পরিকল্পনা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে কথা বলেন। হিলি উদ্যোক্তা পরিষদ ভবিষ্যতে বেকার যুবক-যুবতীদের জন্য বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা বান্ধব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে।

Leave a Reply