নিরেন দাস নিজস্ব প্রতিবেদক:-
বসুন্ধরা গ্রুপের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই এর আগে গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করে তারা দুজন পত্র প্রেরণ করেন।
গত মাসের ৯ অক্টোবর আবু সাঈদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ।
আবু হোসেন জানান, তারা দুই ভাই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। বিষয়টি অবগত করতে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইল এবং ডাকযোগে অব্যাহতিপত্র পাঠিয়েছেন।
তিনি বলেন, গত মাসে নিয়োগপত্র হাতে পাওয়ার পর থেকে অফিসে সময় দিতে পারিনি। সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখন অফিসে সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়ার আমাদের কোনো ইচ্ছে নাই। এ কারণে আমরা চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।
এর আগে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১০টার দিকে আবু হোসেন তার ফেসবুক আইডিতে অব্যাহতিপত্র এবং ডাকযোগে পাঠানো খামের ছবি পোস্ট করেন।
সেখানে আবু হোসেন লিখেছেন, সন্মানিত ফেসবুক বন্ধুসহ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন আমি ও আমার বড় ভাই রমজান আলীকে গত ১ মাস পূর্বে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন পদে নিয়োগ প্রদান করে। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার থাকার কারণে আমরা দুই ভাই আমি মো. আবু হোসেন ও রমজান আলী বসুন্ধরা গ্রুপের নিয়োগকৃত কাজে যোগদান না করেই আমরা দুই ভাই উক্ত চাকুরি হতে অব্যহতি নিয়েছি। আমি মো. আবু হোসেন ও রমজান আলী আজকের পর থেকে বসুন্ধরা গ্রুপের সাথে কোনো সম্পর্ক বা চুক্তি নাই। আমি ও আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ।