মোঃওয়াজ কুরনী
দিনাজপুর হিলি প্রতিনিধি
সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইনজেকশনসহ বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আটক হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর পৌরসভা এলাকায় হিলি-জয়পুরহাট আঞ্চলিক সড়কে সামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে বাসের স্টাফদের ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৯৫ পিস (এ্যাম্পল) উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতিতে বাসের চালক সোহেল রানা (৩৮), সুপারভাইজার রবিউল ইসলাম (৩৪) এবং হেলপার রুহুল আমিন (৩২) আটক হন। হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এএসপি আ, ন, ম নিয়ামত উল্লাহ এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, পুলিশ আদালতের মাধ্যমে আটক তিনজনকে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করেছে।