মোঃওয়াজ কুরনী দিনাজপুর হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে এক সপ্তাহের ব্যবধানে চিকন ও মোটা জাতের চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, মিল মালিকরা চাল উৎপাদন করছেন না। বাজারে চালের সরবরাহ কমে গেছে। আর এ কারণেই বেড়েছে দাম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) হিলি বাজারের চাল ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারে চাল কিনতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের হিলিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই দাম। হিলি বাজারে মোটা ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। এক সপ্তাহ আগে যে গুটি স্বর্ণা চাল ছিল ৫০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে থেকে ৫৫ টাকায় কেজি দরে । আর ৫৫ টাকা কেজি দরের চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে।। প্রতিটি চালের দাম কেজিতে ৪ বেড়ে ৫ টাকা বেড়েছে।
রফিকুল ইসলাম আরও বলেন, চালের দাম বেড়েছে কিন্তু আমাদের আয় তো বাড়েনি । এতে ক্ষোভ প্রকাশ করে চালের বাজার নিয়ন্ত্রনের দাবি জানান।
হিলি বাজরের খুচরা চাল বিক্রেতা মো. মামুন হোসেন বলেন, মিল মালিকরা ধানের মজুদ গড়ে তুলেছেন। তারা চাল উৎপাদন কমিয়ে দেওয়ায় বাজারে চালের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়ে গেছে। খুচরা বাজারে কেজিতে সব ধরনের চালের দাম ৪ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এতে আমরা চরম বিপাকে আছি। বাজারে চালে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
মামুন হোসেন আরও বলেন, আমরা মিলারদের কাছে যাচ্ছি। কিন্তু চাল পাচ্ছি না। মিলাররা কম দামে ধান কিনে এখন চাল তৈরি করে সেন্ডিকেট করে অধিক মুনাফা লুটছেন। তিনি বলেন, আগে আটাশ জাতের চাল বিক্রি করেছি ৫৪ টাকা। এখন বিক্রি করছি ৫৮ থেকে ৬০ টাকা। মিনিকেট বিক্রি করেছি ৬২ টাকা। এখন বিক্রি করছি ৬৮ টাকা। আর সম্পাকাটারী বিক্রি করেছি ৬২ টাকা কেজি। বর্তমানে বিক্রি করছি ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে।