পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-( এলডিপির) কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-( এলডিপি) উপদেষ্টা মন্ডলির সদস্য অতিরিক্ত দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড.কফিল উদ্দিন চৌধুরীকে এলডিপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে। এমতবস্থায় এলডিপির গঠনতন্ত্রের বিধি মোতাবেক ১ লা নভেম্বর হতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম ইয়াকুব আলীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়েছে। ইহা অদ্য হতে কার্যকর হইবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নির্দেশক্রমে পত্রটি জারি করা হলো। এদিকে শিল্পপতি এম এয়াকুব আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি'র ভারপ্রাপ্ত সভাপতি করায় গতকাল বিকেলে পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি'র নেতৃবৃন্দ তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি'র সাংগীতিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম, পটিয়া পৌরসভার আহবায়ক ইন্জিনিয়ার আবদুর রশিদ, উপজেলা সাধারণ সম্পাদক আয়ূব আলী, দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস চৌধুরী গাজী আমির হোসেন, শাহ আলম, আবদুর রশিদ, আমিনুল হক তামিম, বেলাল, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম
সহ দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, আমি এলডিপির প্রতিষ্টালগ্ন থেকেই উতপ্রোত ভাবে জড়িয়ে আছি আজ অবদি। আমার উপর আস্হাশীল হয়ে দলের প্রেসিডেন্ট ড. অলি আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন এবং দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করতে সবাইকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।