রফিকুল ইসলাম(নান্দাইল) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ইমাম ও খতিবগণের সাথে উপজেলা নির্বাহি অফিসার অরুন কৃষ্ণ পালের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মামুনুর রশিদ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১১ ঘটিকায় উপজেলা হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে ও হাফেজ এমদাদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ, নান্দাইল ইত্তেফাকু উলামার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী, হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ, নান্দাইল জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী শামছুদ্দিন, নান্দাইল ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, নান্দাইল মডেল মসজিদের ইমাম মাওলানা রাকিবুল হাসান,নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সাইদুর রহমান সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন নান্দাইল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক,জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামরা ইচ্ছা করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে । সকল ইমামদের এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।