জুলফিকার আলী জুয়েলঃ
গতকাল মঙ্গলবার গাজীপুরে সাংবাদিককে প্রাননাশের হুমকির প্রতিবাদে সাংবাদিকবৃন্দ আলাদা আলাদা ভাবে দুটি মানব বন্ধন করেছেন। উক্ত মানব বন্ধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক আমার প্রানের বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক ডঃ আব্দুল্লাহ আল মামুন।
পৃথক দুটি মানব বন্ধনে তিনি বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর মালিকের বিরুদ্ধে জাতীয় দৈনিক আমার প্রানের বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক জিএস জয় এর লেখা সংবাদ প্রকাশ করায় প্রান নাশের হুমকি ও জঘন্য ভাষায় গালিগালাজ করার দায়ে সর্বাধিক শাস্তি ও গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় জেলা প্রশাসকের আশূদৃষ্টি কামনা করেন।
উক্ত মানব বন্ধনে উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। বক্তব্য দানকালে সাংবাদিকবৃন্দ বলেন বিগত ১৯বছর যাবৎ গাজীপুর চৌরাস্তায় অবস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর মালিক স্থনীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নিজস্ব ক্যাডার বাহিনির সার্বিক সহযোগিতায় অসাধুপায়ে মিষ্টি সহ একাধিক প্রকার খাদ্যসামগী প্রস্তুত ও বাজারজাত করে আসছেন। ইতি পূর্বে উক্ত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর মালিকের বিরুদ্ধে অসাস্থকর পরিবেশে তৈরি ভ্যাজাল খাদ্যদ্রব্য দ্বারা প্রস্তুত খাদ্য সামগ্রী খেয়ে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের জোর নজরদারী চাইলেও কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়নি। তাই উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ গাজীপুর চৌরাস্তায় অবস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার জরুরী ভিত্তিতে বন্ধ এবং এর মালিকের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইনের ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি দাবী করেন।