মোঃ জাহাঙ্গীর হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ঝিনাইদহ-৪ আসনের সাবেক ৪ বারের জাতীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান (বেল্টু-৭৮) ২৯ অক্টোবর ২০২৪/ মঙ্গলবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
বিএনপি থেকে এই বর্ষিয়ান নেতা ঝিনাইদহ-৪ আসন থেকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য। আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন, এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন, ১৯৯৬ সালের জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঝিনাইদহ-৪ আসন থেকে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে তিনি এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী উপকমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঝিনাইদহ-৪ আসনের উন্নয়ন শুরুটা হয়েছিল তার হাত দিয়েই। সাবেক এই সংসদ সদস্যের মৃ'ত্যু'তে কালীগঞ্জ উপজেলা বাশি গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। মহান আল্লাহপাক তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন আমীন।