এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ভাঙ্গনের সৃষ্টি হয়। দুর্ঘটনার আশংকায় এলাকাবাসী। চরম ঝুঁকিতে দিবারাত্রি যান বাহন চলাচল। ঈদগড়-ঈদগাঁও সড়কের ভোমরিয়াঘোনা ফরেষ্ট বিটের পুর্ব পাশে বৃষ্টির কারণে সড়কের মাঝে বড় অংশে ভাঙ্গন সৃষ্টি হয়। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
জানা যায়, বেশ কিছুদিন পূর্বে বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে সড়কের বড় অংশে ভাঙ্গণের সৃষ্টি হয়। ঐ স্থানটি এখনো সংস্কার করা হয়নি। ভাঙ্গনের পাশঘেষে উক্ত সড়কে তিন ও চার চাকার যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে চরম ঝুঁকি মাথায় নিয়ে। এ সড়কে অসংখ্য যানবাহন ও মানুষের চলাচল। একটু অসাবধানতায় ঘটতে পারে হতাহতের মত বড় ধরনের দুর্ঘটনা। ভাঙ্গনের বহুদিন পরেও সংস্কার কাজে হাত না দেওয়ায় দু:খ প্রকাশ করেছেন চলাচলরত লোকজন। সরেজমিনে পরিদর্শন পূবক সড়কের এমন চিত্র চোখে পড়ে।
সড়কের ভাঙ্গা অংশের সামান্য পুর্ব পাশে প্রায় সময় ডাকাতি অপহরণের মত ঘটনা ঘটে থাকে। ঐ স্থানে ডাকাতের ভয়ে চালকদের দ্রতগতিতে গাড়ি চালিয়ে চলে যেতে হয়। সেখানে এখনো পর্যন্ত ভাঙ্গন অংশটি সংস্কারের আলোর মুখ দেখেননি।
দুয়েক টমটম চালকের সাথে কথা হলে তারা জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা টানিং পয়েন্ট আসলে চালকসহ যাত্রীরা আতংকে থাকেন। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবী জানিয়েছেন চালকসহ পথচারী।