আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা তালা উপজেলা ইসলাম কাটি সাব-রেজিষ্ট্রার অফিসে ব্যাপক জাল-জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। সেবাগ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ আদায়, মূল দলিলের নকল উত্তোলন করার জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে ২/৩ গুণ বেশি ফি আদায়, টাকার বিনিময়ে মূল দলিলের নকল কপিতে ভূয়া গ্রহীতার নাম লিখে নকল সরবরাহ করা, নকলের সার্টিফাইড কপি অফিসে জমা না দিয়ে ভূয়া কেস নাম্বার দিয়ে গ্রাহকের নিকট সরবরাহ করে সরকারি টাকা আত্মসাৎ করা, মূল দলিলে গ্রহীতার নাম পরিবর্তন করে দেয়াসহ নানা অপকর্মের মহোৎসব চলছে সাতক্ষীরা জেলা তালা উপজেলা ইসলাম কাটি সাব-রেজিস্ট্রার অফিসে।
কয়েকটি অভিযোগ তুলে খোদ তালা উপজেলা ইসলাম কাটি সাব-রেজিস্ট্রার অফিসের সিনিয়র নকল নবিশ মাহমুদুল ইসলামের বিরুদ্ধে।
এক ভুক্তভোগী জানান অফিস সহকারী প্রবাস কুমারের সহযোগিতায় সাব-রেজিস্ট্রার অফিসের সিনিয়র নকল নবিশ মাহমুদুল ইসলামের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা কে ডেকে নিয়ে জোর করে জমি লিখে নেওয়ার অভিযোগ সহ নানা অভিযোগ রয়েছেন এই সাবস্ট্রার অফিসের কর্মকর্তা বিন্দুর বিরুদ্ধে তাছাড়া অভিযোগ রয়েছেন মোটা অংকের টাকা পারলে অফিস সহকারী প্রবাস কুমার মৃত্যু ব্যক্তির নামেও দলিল লিখে দেন বলে অভিযোগ করেন এই কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে তালা উপজেলার ইসলামকাটি সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারি প্রবাস কুমারের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত নাম্বারে বারবার ফোন দিলে ফোনটি কেটে দেওয়াই ফোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে তালা ইসলামকাটি সাব রেজিস্ট্রার অফিসের। সিনিয়র নকল নবিশ মাহমুদুল ইসলাম কাছে জানতে চাইলেই তার ব্যবহৃত নাম্বারে ফোন দিলে ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাড়ি নং-৬৬, সোনারগাঁ জনপথ রোড, সেক্টর -১১, উত্তরা ঢাকা-১২৩০
মোবাইল নং: ০১৯৮৫২৩১১১২
Copyright © 2025 টপ নিউজ প্রতিদিন | বাংলা নিউজ পেপার. All rights reserved.