আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলায় ০২ অক্টোবর ২০২৪ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাব চত্বরে “পিস ফ্যাসিলিটেটর গ্রুপ” (পিএফজির) রাজাপুর উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত বিশ্ব অহিংস দিবসে যথাযথ মর্যাদায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
> সংঘাত নয়- ঐক্যের বাংলাদেশ গড়ি।
> সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
> অহিংস নীতি গ্রহন করি- শান্তি সম্প্রীতির বিশ্ব গড়ি।
> হিংসা বিদ্বেষ ত্যাগ করি- সামাজিক সম্প্রীতি গড়ে তুলি।
> সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করি, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
> গনতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি-সম্প্রীতির দেশ গড়ি।
> দুর্বৃত্তায়িত রাজনীতি নয়- শান্তি প্রতিষ্ঠায় চাই আদর্শবাদী রাজনীতি।
> সন্ত্রাস,সহিংসতাকে না বলি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
উপরোক্ত শ্লোগানের আলোকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পিএফজির উপজেলা কোর্ডিনেটর ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় ও পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও পিএফজির সদস্য বাবু নিত্যানন্দ শাহা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন রুম্মান, স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাওলানা ইব্রাহীম, পিএফজি সদস্য ও পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল কর্মকার, পিএফজির সদস্য লাভলী আক্তার, সমাজকর্মী সাবিনা ইয়াসমিন প্রমূখ।
উক্ত মানববন্ধনে ছাত্র, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।