মহান ১৪ আশ্বিন উপলক্ষে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিলে ৪ দিন ব্যাপী ব্যাপক কর্মসূচী

 

 

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-

মহান ১৪ আশ্বিন ২৯ সেপ্টেম্বর পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.) এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিলে ৪ দিন ব্যাপী ব্যপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ সেপ্টেম্বর সকল আশেক, ভক্ত,মুরিদানদের নিয়ে সুলতানপুরী সমাবেশ, আগামীকাল ২৭ সেপ্টেম্বর সারাদিন ব্যপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি খৎনা, কর্ন ছেদন, চক্ষু শিবির সহ যাবতীয় ফ্রী চিকিৎসা সেবা প্রদান, ২৮ সেপ্টেম্বর AAGS Trust আয়োজিত কৃতী মেধাবী শিক্ষার্থদের মাঝে পুরস্কার বিতরন, পটিয়া উপজেলার ১২ টি হেফজ ও এতিমখানার ছাত্রদের নিয়ে খতমে কোরান, মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ, রাত ১২ টায় ২৯ আশ্বিন কে ছেমা মাহফিলের মাধ্যমে বরন, ২৯ সেপ্টেম্বর মূল দিবসে খতমে কুরআন, মিলাদ ও ছেমা মাহফিল শেষে আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লাীগ সুলতানপুরী (মা.)।

উক্ত কর্মসূচী সফল করার জন্য আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply