
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ১১ টায় রাজধানীর নয়াপল্টন ভিআইপি রোডে ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের অস্থায়ী কার্যালয় উপদেষ্টাদের স্বাক্ষরিত এ কমিটি গঠিত প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাহাদাত হোসেন কে সভাপতি, কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী এইচএম ইশতীয়াক শাহীরাজ কে সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সবুজ খন্দকার কে সাংগঠনিক সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি তে ৪ জন উপদেষ্টা স্বাক্ষর করেন।
এছাড়াও ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি এড.আরিফুর রহমান আরিফ, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম সিরাজুল ইসলাম সিরাজ ও সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন কে সম্মানিত উপদেষ্টা হিসেবে নাম প্রকাশ করা হয়েছে।