সমবায় অধিদপ্তরের প্রশিক্ষণে কর্মচাঞ্চল্য ফিরছে সমবায় সমিতিতে

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

যে কোন প্রশিক্ষণই উদ্বুদ্ধ করে কর্মীদের ।
গতি ফিরে কর্মচাঞ্চল্যে । প্রতি বছর সমবায় অধিদপ্তরের আওতায় প্রতি উপজেলা সমবায় সমিতির সদস্যদের নিয়ে তিনটি ভ্রাম্যমাণ
প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে । ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সকালে নেত্রকোনা জেলা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সুমেশ্বরী হল রুমে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে
ভ্রাম্যমাণ সমবায়ী প্রশিক্ষণ ।

দূর্গাপুর সমবায় কার্যালয় আয়োজিত এবং
উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান , নেত্রকোনা জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল।
সমবায় বিষয়ক বিভিন্ন তথ্য যোগাযোগ ও
কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করেন
জেলা প্রশিক্ষণ ইউনিট ।


দূর্গাপুর উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর জানান , ভ্রাম্যমাণ প্রশিক্ষণে ১৩ টি
সমিতি থেকে ২৫ জন সমবায়ী সদস্য অংশগ্রহণ করে । তাদের প্রতিজনকে নগদ
৫০০/= টাকা সম্মানি ও খাওয়াসহ প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয় । সমবায়ী সদস্যের
উদ্দেশ্যে প্রধান অতিথি দূর্গাপুর উপজেলার
নির্বাহী অফিসার এম.রকিবুল হাসান বলেন ,
সয়বায়ীদের শুধুমাত্র ঋণ কার্যক্রম নিয়ে বসে থাকলে চলবে না সামাজিক ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে ।

Leave a Reply