লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতি গ্রস্ত রাস্তাঘাট সংস্কার

 

নিজস্ব প্রতিবেদক


বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর দিকনির্দেশনায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা পরবর্তী সময়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল, শ্রমিক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্বেচ্ছায় শ্রমের বিনিময়ে, নিজেদের অর্থায়নে এই সংস্কারের কার্যক্রম করে।

শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যপী লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, আহসান হাবিব এর নেতৃত্বে, প্রায় ২ শত নেতাকর্মীদের সাথে নিয়ে এই উন্নয়ন সংস্কারের কাজ করেন।

দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া এলাকার গুরুত্বপূর্ণ ২ কিলো সংযোগ সড়কটি মোল্লার হাট, দত্তপাড়া, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। সর্বমোট ৬ কিলো সড়কের দুরবস্থার কাজ সংস্কার করা হয়। কিন্তু দেশে চলমান বন্যা দুর্গত অবস্থার জন্য একমাত্র রাস্তাটির বন্যাপরবর্তি সময়ে দুরবস্থায় পড়ে রয়েছে। এই সমস্যা দূরীকরণের লক্ষ্যে উদীয়মান যুবনেতা আহসান হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানীর নির্দেশক্রমে তাদের এই উন্নয়ন প্রচেষ্টা। সংস্কার কাজে ব্যবহৃত উন্নয়ন সামগ্রীর মধ্য প্রায় ১০ ট্রাক ইট,বালীসহ নানা ধরনের সামগ্রী দিয়ে এই ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়ন সংস্কার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, সদর উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জুয়েল, দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রনি, শাহ আলম, মোরশেদ আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু,মাসুূদ,হারুন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাদিক নেতাকর্মী।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১মাস বন্যায় পানিবন্দি থাকার পর চারদিকে ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। বড়ালিয়া ব্যাপারী বাড়ির দরজা থেকে মোল্লা বাড়ির দরজা পর্যন্ত সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ চলাচল করে। বন্যায় সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছিলো। বিএনপির উদ্যোগে সড়কটি সংস্কার কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।

জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আহসান হাবিব বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে বন্যাদূর্গত মানুষদের ত্রান, রাস্তা মেরামত ও পুর্নবাস সহায়তা দেয়া হচ্ছে। তারই নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে দত্তপাড়ার বড়ালিয়া সহ আশপাশের এলাকার প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে।

এতে এ এলাকার হাজার হাজার মানুষের চলাচলে ভোগান্তি লাগব হবে। ইতোমধ্যে দলীয় নির্দেশনা অনুযায়ী বন্যার পরবর্তী ক্ষতি এড়াতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকার্মীরা কাজ করে যাচ্ছে। আগামীতেও জনগণের দুঃখ দূর্দশা লাগব করতে দলীয় নির্দেশা অনুযায়ী আমরা কাজ করে যাবো অনেকে।

Leave a Reply