
মহিউদ্দিন ইরাকঃ
গাজিপুর জেলার গাজিপুর সদর মেট্রো থানার ঐতিহ্যবাহী রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
১২ই ফেব্রুয়ারী বুধবার ২০২৫ ইং সকাল ৯ ঘটিকা থেকে বিকাল পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে, ১ম,২য়,এবং ৩য় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় এবং যারা বিজয়ী হয়নি তাদের সান্ত্বনা ও অনুপ্রেরণা দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজিপুর রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব,কামরুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ সুহেল রানা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),গাজিপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ তাসরিফুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার,গাজিপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আরিফ হোসাইন অতিরিক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজিপুর ও অন্যান্য বিশেষ অতিথিরা এসময় উপস্থিত ছিলেন। তাছাড়া রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকাবৃন্দ, ছাত্ররা,অবিভাবকবৃন্দ,সচেতন সমাজের ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।
এবং ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
পুরস্কার বিতরণ এর পর অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।