
স্টাফ রিপোটার
ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতা/কর্মীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের সম্পত্তিতে বস্তি বানিয়ে অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর বেশীরভাগ নেতা-কর্মীদের কারণে রেলবস্তিতে নানা ধরনের মাদক মরন নেশা কেনা-বেচা, দাদন ব্যবসা, চোরাই ভাঙ্গারী ব্যবসা, দেহ ব্যবসা, চোর, ছিনতাইকারী থেকে শুরু বিভিন্ন রকম সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে এলাকাটি।
রেল বস্তিতে অবৈধভাবে বসবাসকারীদের এসব অপরাধমুলক কর্মকান্ডের ফলে দিনাজপুর শহরসহ সদর উপজেলা এলাকায় যেখানে সেখানে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ অপরাধমুলক কার্যকলাপ নিত্যদিন হচ্ছে। গত ৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় ভুমি শাখা, সহকারী সচিব আলী আকবর স্বাক্ষরিত ৫৪.০০.০০০০.০০৯.১৬.০৩৪.১৬.২৪৯ নং স্মারক গনবিজ্ঞপ্তিতে বলা হয় -সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভুমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহন করে।
অবৈধ নির্মিত সকল স্থাপনা /অবকাঠামো অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু কি এক অজ্ঞাত কারণে বাংলাদেশ রেলওয়ের ভুমি অবৈধ দখল মুক্তকরণে যথাযথ ব্যবস্থা গ্রহন করছে না। এ ব্যাপারে দিনাজপুর জেলার সচেতনমহল রেল মন্ত্রণালয় তথা নির্দলীয় সরকারের প্রধান উপদেস্টার আশু হস্তক্ষেপ কামনা করছেন।