দিনাজপুরের বিরল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটায় জরিমানা

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি


ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(৩) ধারা লংঘন করায় পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসন এর সহযোগিতায় ৪ ফেব্রুয়ারি-২০২৫ মঙ্গলবার বিরল উপজেলার আলিপুর এলাকার এইচ. আর.বি. ব্রিক্স নামক ০১ (একটি) টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে =৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক প্রভাতি রানী। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া।

উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে বিরল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উল্লেখ্য পরিবেশ সুরক্ষায় এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।

Leave a Reply