
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বনকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি প্রদান করেছে বনকর্মীরা।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে দিনাজপুর সামাজিক বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা বন পরিষদ, দিনাজপুর সামাজিক বন বিভাগের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি পালন শেষে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান করেন তারা।
স্মারকলিপিতে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসি ও ভূমিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জানানো হয়। দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল মান্নান, ফরেস্টার মোঃ শরিফুল ইসলাম হেলালসহ বনবিভাগের অন্যান্য বনকর্মী উপস্থিত ছিলেন।
গত ৩০ জানুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নিয়ন্ত্রণাধীন বন বিভাগের একটি রেঞ্জে বনকর্মীদের উপর একদল সন্ত্রাসী হামলা করে। এই হামলায় ওই রেঞ্জের ১৫ জন বন কর্মকর্তা ও বনকর্মী আহত হন। তারই প্রতিবাদে দিনাজপুরে বন বিভাগের কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।