
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর আদর্শ কলেজ মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টায় কলেজ মাঠে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভট্টো।
এ সময় আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মেহেরাব আলী, পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, কলেজের প্রভাষক রূপা রানী দাস, মহাদেব শর্মা, সাজ্জাদুল ইসলাম, শহিদুল্লাহ, মীর আসাদ আলী, জুয়েল রহমান, জুলাইখা গুলশান আরাসহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।