
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় জুলাই বিপ্লব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) রাত ৯টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত শিল্প বাণিজ্য মেলায় জুলাই বিপ্লব কর্নার নামে এই কর্নারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, শহর আমীর সিরাজুস সালেহীন উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও জেলা প্রতিনিধি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি ও জেলা প্রতিনিধি, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধিসহ নাগরিক কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।