ঈদগাঁও মাইজপাড়া বাসীর মিলন মেলা সম্পন্ন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

“ভালবাসা ভুলে ছিল,ভুলে ছিল হাসতে,আজ আবার ডাক এসেছে,প্রাণে প্রাণে নাচতে” এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও মাইজ পাড়াবাসীর মিলন মেলা সম্পন্ন হয়েছে।

৩১ জানুয়ারী সকাল থেকে দিনব্যাপী এ উৎসব চলে কক্সবাজার, হিমছড়ি ও ইনানীর পিকনিক স্পটে। ইউনিয়নের মধ্যম ও উত্তর মাইজ পাড়া এলাকায় প্রায় দেড় শতাধিক তরুন সমাজ ঐক্য বদ্ধ হয়ে এ মিলন মেলার আয়োজন করে। সাথে যোগ দেন এলাকার প্রবীণ মুরব্বিরাও। 
এ মিলন মেলায় দুপুরের ভোজন, প্রীতি ফুটবল ম্যাচসহ হরেক রকমের খেলাধুলার ইভেন্ট ছিল।

উপস্থিত ছিলেন,বৃহত্তর ঈদগাঁওর সাবেক চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী, ব্যবসায়ী ছব্বির আহমদ,ডা:মোস্তফা সরওয়ার সাদেক, রায়হান আমিন,শাখাওয়াত জামিল তুষার, আসিফ নেওয়াজ শিহাব ওসাইফুল ইসলামসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ।

মিলনমেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, মেম্বার বজলুর রশিদ, শহিদুল হোসাইন চৌধুরী তারেক,ওয়াহেদুল ইসলাম ও ফাহেদ বিন নওশাদ।

Leave a Reply