
মোঃ ফরহাদ হোসেন গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ড বাসন, কড্ডা বাজার, কড্ডা নান্দুন নবপ্রাণ পাবলিক স্কুল ১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে বিজয়ী শিখার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতিমোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তানভীর সিরাজ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সঞ্চালনা করেন নবপ্রাণ পাবলিক স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ বাবুল মিয়া। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন সংরক্ষিত ১৪,১৫,১৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাম্মৎ জুলেখা আক্তার। বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজু সরকার।গাজীপুর মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমেদ।১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মুরাদ মির্জা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন খেলাধুলা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সারাবছর যেন স্কুল মাঠে শিক্ষার্থীদের এ চর্চা অব্যাহত থাকে।