মধুপুরের প্রয়াত নুরুল ইসলাম রাজ এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ

মধুপুরের প্রয়াত নুরুল ইসলাম রাজ এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান কল্লোল সিনেমা হলের মালিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রযোজক মোঃ  নূরুল ইসলাম রাজ এর ৭তম মৃত্যু বার্ষিকী আজ।

২০১৮ সালের ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। হঠাৎ করে তার অকাল মৃত্যুতে সেদিন মধুপুরে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর পরদিন বুধবার (২৪ জানুয়ারি)  পৌর শহরের টেংরী ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে তাকে সামাজিক করস্থানে দাফন করা হয়।

মোঃ নূরুল ইসলাম রাজ মধুপুরের কৃতি সন্তান মরহুম ময়েজ উদ্দিন সরকারের মেঝপুত্র এবং মধুপুর পৌরসভার তিনবারের মেয়র প্রয়াত সরকার শহিদের বড় ভাই।

মোঃ নূরুল ইসলাম রাজ ১৯৬৩ সালের ১ জানুয়ারি মধুপুর পৌর শহরের সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন, একাধারে মধুপুর ডিগ্রি কলেজের দাতা সদস্য, মধুপুর ক্লাবের সহ সভাপতি, ট্রাক মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মধুপুর শ্রমিক ঐক্য পরিষদেও (তৎকালীন শ্রমিক ফেডারেশনের) প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সহ সভাপতি সহ আরও অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। 

উল্লেখ্য, তিনি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র  ‘আনন্দ অশ্রু’র জন্য টেলিভিশন দর্শক অ্যাওয়ার্ড, সুস্থ্য সিনেমা ‘আনন্দ অশ্রু’র জন্য মীর মোশারফ হোসেন স্বর্ণ পদক, জিসাস স্বর্ণ পদক এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন থেকে বিশেষ সম্মাননা পদক পেয়েছেন।

মধুপুরের এমন একজন গুণী মানুষটির কথা আজ আমরা ভুলতে বসেছি। মধুপুরের অসংখ্য সংগঠন তৈরি করে শ্রমিকদের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। যে গুণী ব্যাক্তির অবদানের জন্য শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ সেই মানুষটির আজ ৭ম মৃত্যু বার্ষিকী। তথ্য সহায়তায় ছোট ভাই জাকির তরফদার। 

Leave a Reply